১০টায় সারাদিন: রাজ্যে একদিনে COVID-19 আক্রান্ত ৩,৬৬৮, মোট সংক্রমিত ৪ লক্ষ ৪১ হাজার পার
Continues below advertisement
১০টায় সারাদিন: গরু পাচারের আগে BSF কর্তাদের একাংশের সঙ্গে পাচারকারীদের বৈঠক। প্রতি দফায় ৪০ লক্ষে রফা। সঙ্কেতে বার্তা। কমান্ডান্টকে গ্রেফতারের পর দাবি CBI-র। গরু পাচার তদন্তে সিবিআই জালে বিএসএফ কমান্ডান্ট। কোথায় টাকা? নজরে পরিবার। এদিন ধৃতের ১৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। Bengal Election-এর আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ। আজ থেকেই শুরু হল Voters' List সংশোধনের কাজ। ১৫ জানুয়ারি প্রকাশ হবে চূড়ান্ত তালিকা। Corona আবহে অনলাইন আবেদনে জোর দিচ্ছে Election Commission। রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ১৮ লক্ষ ৪৯ হাজার ৩০৮। রাজ্যে একদিনে Covid-19 আক্রান্ত ৩৬৬৮। মৃত্যু ৫৪ জনের। মোট সংক্রমিত ৪ লক্ষ ৪১ হাজার পার। মৃতের সংখ্যা বেড়ে ৭১২০। একদিনে সুস্থ ৪৪২৯। North 24 Pargana-তে করোনায় একদিনে মৃত ১৯ জন। Kolkata-তে একদিনে মৃত ১১ জন, আক্রান্ত ৮৭৪।
Continues below advertisement