১০টায় সারাদিন: দীপান্বিতা আমাবস্যা উপলক্ষে তারাপীঠে বিশেষ পুজো, ভক্তদের ঢল
Continues below advertisement
অশুভ শক্তির বিনাশে শুভ শক্তির আরাধনা। রাজ্যজুড়ে শক্তির দেবীর আরাধনা। দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের পুজো। করোনা আবহে মন্দির চত্বরে মজুত স্যানিটাইজিং টানেল। থার্মাল স্ক্রিনিংয়ের পর মন্দিরে প্রবেশ। সামাজিক দূরত্ব বিধি মেনে পুজো। কালীঘাট মন্দিরে মহালক্ষ্মী রূপে শ্যামা মায়ের আরাধনা। কালীপুজোর দিন হয় লক্ষ্মীপুজো। সকাল থেকেই ভক্তদের ভিড়। গভীর রাত পর্যন্ত খোলা থাকবে কালীঘাট মন্দির। তারাপীঠে শক্তির আরাধনা। সাড়ম্বরে রীতি মেনে পুজো। করোনার আবহেও ভক্তদের ভিড় মন্দির চত্বরে। আজ দীপান্বিতা আমাবস্যা উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন।
Continues below advertisement
Tags :
Dakhineswar Temple. Kalighat Visitor 10Tay Saradin Special Puja ABP Live Tarapith Temple Abp Ananda