'মাস্ক-টুপি পরে হামলা চালায় দুষ্কৃতীরা, পরপর ৪টি গুলি, এখনও রাস্তায় চাপ-চাপ রক্ত', মণীশ শুক্লর মৃত্যুর পর থমথমে ব্যারাকপুর
Manish Shukla Shot Dead: উত্তর ২৪ পরগনার টিটাগড়ে গতকাল ভর সন্ধ্যায় খুন অর্জুন সিংহের ঘনিষ্ঠ বিজেপি নেতা। প্রতিবাদে আজ ব্যারাকপুর সাংগঠনিক জেলায় ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে বিজেপি। আগে থেকেই পরিকল্পনা করেই কি খুন? পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা মোটর বাইকে এসে গুলি চালিয়ে চম্পট দেয়। জনবহুল বিটি রোডে এই ঘটনা ঘটায় চাঞ্চল্য। বিজেপি নেতা খুনের ঘটনায় এলাকা থমথমে।
টিটাগড়ে শ্যুটআউট! থানার কাছেই খুন বিজেপি নেতা মণীশ শুক্ল! প্রতিবাদে পথ অবরোধ। পুলিশকে ঘিরে বিক্ষোভ...। আজ ১২ ঘণ্টার ব্যারাকপুর বন্ধের ডাক।
রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ। ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বিটি রোডে। এদিন বিজেপি সাংসদ অর্জুন সিংহর সঙ্গে হাওড়ায় সভা করেন তাঁর ঘনিষ্ট নেতা মণীশ শুক্ল। সভা সেরে ফেরার পর পার্টি অফিসে ঢোকার মুখে বিটি রোডে বিজেপি নেতার ওপর হামলা হয়। থানা থেকে মাত্র ১০০ মিটার দূরে মণীশকে ঘিরে ধরে ৪-৫ জন দুষ্কৃতী। এলোপাথাড়ি গুলি করে বাইকে করে পালায় তারা।