মঙ্গলবার ছিল সারদা মায়ের ১৬৮-তম জন্মতিথি, রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত কেন্দ্রেই দিনটি পালিত রীতি মেনে
Continues below advertisement
আজ সারদা মায়ের ১৬৮-তম জন্মতিথি। রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত কেন্দ্রেই এই দিনটি পালিত হচ্ছে রীতি মেনে। এদিকে করোনা আবহে এবার ভক্তশূন্যই রইল বাগবাজারে মায়ের বাড়ি থেকে বেলুড়মঠ।
পৌষের কৃষ্ণাসপ্তমী৷ এই পূণ্যতিথিতেই জয়রামবাটিতে শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন শ্রীশ্রী সারদাদেবী৷ ঠাকুর রামকৃষ্ণদেব তাঁর সারা জীবনের সাধনার ফল অর্পণ করেছিলেন সারদাদেবীকে৷ আর স্বামীজি তাঁকে দিয়েছিলেন সঙ্ঘ জননীর স্থান৷
মঙ্গলবার শ্রী শ্রী মায়ের ১৬৮ তম জন্ম তিথি উপলক্ষে বাগবাজারে মায়ের বাড়ি, বেলুড় মঠ, রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত কেন্দ্রে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ যদিও, করোনা সংক্রমণের কারণে সারদামায়ের জন্মতিথিতে ভক্তশূন্যই রইল বাগবাজারের মায়ের বাড়ি। তবে প্রতিবারের মতো রীতি মেনে সকাল থেকে আয়োজন করা হয় বিশেষ পুজোর। মঙ্গলারতি দিয়ে শুরু হয় পুজোপাঠের৷ ছিল বিশেষ হোমের আয়োজন। একই ছবির সাক্ষী রইল গঙ্গাপাড়ের বেলুড়মঠ। সকাল থেকেই বিশেষ পুজোপাঠ চললেও, করোনাকালে এবার ভক্ত সমাগমে কোপ পড়েছে সেখানেও। সন্ধেয় মায়ের জন্মতিথি উপলক্ষে বিশেষ আরতিরও আয়োজন করা হয়।
পৌষের কৃষ্ণাসপ্তমী৷ এই পূণ্যতিথিতেই জয়রামবাটিতে শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন শ্রীশ্রী সারদাদেবী৷ ঠাকুর রামকৃষ্ণদেব তাঁর সারা জীবনের সাধনার ফল অর্পণ করেছিলেন সারদাদেবীকে৷ আর স্বামীজি তাঁকে দিয়েছিলেন সঙ্ঘ জননীর স্থান৷
মঙ্গলবার শ্রী শ্রী মায়ের ১৬৮ তম জন্ম তিথি উপলক্ষে বাগবাজারে মায়ের বাড়ি, বেলুড় মঠ, রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত কেন্দ্রে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ যদিও, করোনা সংক্রমণের কারণে সারদামায়ের জন্মতিথিতে ভক্তশূন্যই রইল বাগবাজারের মায়ের বাড়ি। তবে প্রতিবারের মতো রীতি মেনে সকাল থেকে আয়োজন করা হয় বিশেষ পুজোর। মঙ্গলারতি দিয়ে শুরু হয় পুজোপাঠের৷ ছিল বিশেষ হোমের আয়োজন। একই ছবির সাক্ষী রইল গঙ্গাপাড়ের বেলুড়মঠ। সকাল থেকেই বিশেষ পুজোপাঠ চললেও, করোনাকালে এবার ভক্ত সমাগমে কোপ পড়েছে সেখানেও। সন্ধেয় মায়ের জন্মতিথি উপলক্ষে বিশেষ আরতিরও আয়োজন করা হয়।
Continues below advertisement