আগামী বছর আরও একবার মানুষের আশীর্বাদ পাওয়ার পর একুশে জুলাই সবথেকে বড় সভার আয়োজন করা হবে, ট্যুইট মমতার
Continues below advertisement
একুশে জুলাই উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট। তৃণমূল নেত্রী লিখেছেন, আজ একুশে জুলাই, শহিদ দিবস। বাম জমানায়, ১৯৯৩ সালের এই দিনে গুলিবিদ্ধ হয়ে আমাদের ১৩ জন কর্মীর মৃত্যু হয়। রাজনৈতিক হিংসায় নিহত কর্মীদের শ্রদ্ধা জানাই। শহিদ স্মরণে ১৯৯৩ সাল থেকে আমরা প্রতিবছর সমাবেশের আয়োজন করি। তবে অতিমারী পরিস্থিতিতে বিধিনিষেধের কারণে, এবছর অন্যভাবে পালন করা হচ্ছে শহিদ দিবস। গোটা রাজ্যে দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত বুথ স্তরে একটি অভিনব প্রচার কর্মসূচির আয়োজন করা হয়েছে। দুপুর ২টো থেকে প্রতিটি বুথে আমার বার্তা শোনা যাবে। আগামী বছর আরও একবার মানুষের আশীর্বাদ পাওয়ার পর একুশে জুলাই সবথেকে বড় সভার আয়োজন করা হবে।
Continues below advertisement
Tags :
TMC Virtual Rally 2020 21st July TMC Meeting ABP News Live Bengali Mamata Banerjee Tweet Mamta Banerjee ABP Ananda LIVE Abp Ananda