মুর্শিদাবাদের রানিতলায় জলে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
মুর্শিদাবাদের রানিতলায় জলে ডুবে পাঁচ শিশুর মৃত্যু। গতকাল বিকেলে ওই ঘটনা ঘটেছে। পুলিশের প্রাথমিক অনুমান, খেলতে খেলতে ইটভাটার পাশে একটা বড় গর্তে সম্ভবত পড়ে যায় একজন। তাকে বাঁচাতে গিয়ে বাকি চারজনও তলিয়ে যায়।