‘লকডাউন করে ভালই করেছেন মুখ্যমন্ত্রী, এবার থেকে ৫ অগাস্ট জাতীয় ছুটি দেওয়া হোক’, কেন এমন মন্তব্য দিলীপ ঘোষের?
রামমন্দিরের ভূমিপুজো এবং রাজ্যে লকডাউন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আমরা বলেছিলাম রামের পুজো করব। মুখ্যমন্ত্রী আক লকডাউন করে ভালো কাজ করেছেন। সবাই বাড়িতে বসে ভূমিপুজো অনুষ্ঠান দেখতে পারবেন। রামমন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে আজকের দিনটা জাতীয় ছুটি ঘোষণা করা উচিত। পাশাপাশি তিনি বলেন, কয়েকটি জায়গায় গায়ের জোরে পুজো বন্ধ করার চক্রান্ত চলছে।
Tags :
Ayodhya Ram Mandir Guest List Ram Mandir Bhumi Pujan Live Ram Mandir Bhumi Pujan In Ayodhya ABP News Live Bengali ABP Ananda LIVE Ayodhya Abp Ananda Ram Mandir Bhumi Pujan Narendra Modi Dilip Ghosh