৭ টায় বাংলা: কফিনবন্দী হয়ে ঘরে ফিরছেন দুই নিহত সেনা জওয়ান, ভারত-চিন সংঘাত নিয়ে শুরু রাজনৈতিক তরজা
Continues below advertisement
আজই বীরভূমের মহম্মদবাজারের বাড়িতে ফিরছে চিনা হামলায় নিহত জওয়ান রাজেশ ওরাংয়ের মৃতদেহ। অপেক্ষায় পরিবার সহ গোটা গ্রাম। প্রস্তুত পুলিশ-প্রশাসন। বেলগড়িয়ার আদিবাসী গ্রামে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানেই সমাধিস্থ করা হবে রাজেশকে। নিহত জওয়ানের বাড়িতে যান কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়।
আলিপুরদুয়ারের শামুকতলার বাড়িতে কাল ফিরছে চিনা হামলায় নিহত জওয়ানের কফিনবন্দি মৃতদেহ। ঘরের ছেলেকে শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা গ্রাম। বাড়ির সামনে তৈরি হয়েছে মঞ্চ। সোমবার লাদাখের গালওয়ান সীমান্তে চিনা হামলায় নিহত হন জওয়ান বিপুল রায়। গ্রামের ছেলের মৃত্যু সংবাদে গোটা গ্রামে অরন্ধন।
আলিপুরদুয়ারের শামুকতলার বাড়িতে কাল ফিরছে চিনা হামলায় নিহত জওয়ানের কফিনবন্দি মৃতদেহ। ঘরের ছেলেকে শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা গ্রাম। বাড়ির সামনে তৈরি হয়েছে মঞ্চ। সোমবার লাদাখের গালওয়ান সীমান্তে চিনা হামলায় নিহত হন জওয়ান বিপুল রায়। গ্রামের ছেলের মৃত্যু সংবাদে গোটা গ্রামে অরন্ধন।
Continues below advertisement
Tags :
Bipul Roy Rajesh Orang ABP News Live Bengali 7 Taye Bangla Indo-China Conflict ABP Ananda LIVE Abp Ananda Rahul Gandhi BJP Congress