৭টায় বাংলা : ভারতে লাফিয়ে বাড়ছে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা, সংক্রমিত আলিপুর জেলা আদালতের দুই বিচারক

Continues below advertisement
ভারতে লাফিয়ে বাড়ছে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত ইতালিকে টপকে তালিকার ৬ নম্বরে চলে এসেছে।  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনায় ৬ হাজার ৬৪২ জনের মৃত্যু হয়েছে।  আক্রান্ত ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৭।
উদ্বেগের বিষয় হল, একদিনে ২৯৪ জনের করোনায় মৃত্যু হয়েছে।  আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৮৭ জনের।  যা একদিনের নিরিখে রেকর্ড।  শুধু তাই নয়, একদিনে আক্রান্তের নিরিখে ভারত রয়েছে আমেরিকা ও ব্রাজিলের পরেই, তালিকার তৃতীয় স্থানে।
রোনায় আক্রান্ত আলিপুর জেলা আদালতের দুই বিচারক। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিল ওয়েস্ট বেঙ্গল জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। অন্যদিকে, এক রোগীর শরীরে করোনা ধরা পড়ায় সিল করে দেওয়া হল কসবার একটি নার্সিংহোম।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram