Mother killed son: কোনওদিন কানে শুনতে পাবে না, এই আশঙ্কায় এক বছরের ছেলেকে বিষ খাইয়ে মেরে আত্মঘাতী মা!

Continues below advertisement
১০ মাস ১০ দিন গর্ভে ধরেছেন। তারপর দেখিয়েছেন পৃথিবীর আলো। সেই সন্তানকেই কি নিজের হাতে খুন করলেন মা! পৃথিবীর আলো দেখলেও কোনও শব্দই শুনতে পাবে না সে....! এই যন্ত্রণা আর ডিপ্রেসন থেকেই কি নিজের হাতে শেষ করে দিলেন সব? তেমনই দাবি পরিবারের। তদন্তকারীদের অনুমান, ১ বছরের পুত্র সন্তানকে বিষ খাইয়ে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী মা! পশ্চিম বর্ধমানের আসানসোলের হীরাপুর থানার রাধানগর রোডের ঘটনা। মৃত মহিলার নাম বৈশাখী মাজি। তিনি আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদে কর্মী ছিলেন। পরিবার সূত্রে দাবি, মঙ্গলবার সকালে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত অবস্থায় পাওয়া যায় তাঁর ১ বছরের সন্তানকে। ২ বছর আগে কাটোয়ার বেসরকারি ব্যাঙ্কের কর্মী অনুপম মাজির সঙ্গে বৈশাখীর বিয়ে হয়। দম্পতির ১ বছরের শিশুপুত্রের কানে সমস্যা ছিল। পরিবারের দাবি, চিকিৎসকদের কাছে সোমবার বৈশাখী জানতে পারেন, সন্তানের শুনতে পাওয়ার সম্ভাবনা মাত্র ১০ শতাংশ। এর পরই এদিনের ঘটনা। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে আসেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। পুলিশ জানিয়েছে, জোড়া মৃত্যুর ঘটনার নেপথ্যে ঠিক কী রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram