আজ থেকে রাজ্য জুড়ে তিনদিনের ট্রাক ধর্মঘট, বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম
আজ থেকে রাজ্য জুড়ে তিনদিনের ট্রাক ধর্মঘট। এর জেরে বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এই তিনদিন ব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। আজ সকাল ৬ টা থেকে শুরু হয়েছে এই ধর্মঘট। পুলিশি জুলুম বন্ধ সহ তিন দফায় এই ধর্মঘট ডাকা হয়েছে বলে খবর। সংগঠনের দাবি, সরকার তাদের দাবি না মানায় তারা এই ধর্মঘটের পথে হেঁটেছেন।
Tags :
Truck Strike Federation Of West Bengal Truck Owners Association ABP Ananda LIVE Price Hike Abp Ananda West Bengal