আজ বাংলায়: দ্রুত লোকাল ট্রেন চালাতে চায় রাজ্য, একসঙ্গে ছয় জেলার ডিএম বদলি, সঙ্গে অন্য খবর
Continues below advertisement
আজ বাংলায়: দ্রুত লোকাল ট্রেন চালাতে চায় রাজ্য সরকার। রেলের সঙ্গে বৈঠকে একাধিক প্রস্তাল দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। একাধিক প্রস্তাবের বিষয় আলোচনা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত ৫ নভেম্বর। এই নিয়ে প্রতিক্রিয়া জানালেন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য, বাম নেতা সুজন চক্রবর্তী, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যে ডিসেম্বরে খুলছে কলেজ- বিশ্ববিদ্যালয়। স্কুলে ক্লাস কবে থেকে সেই নিয়ে আলোচনা শুরু সরকারের। এই বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্য়মন্ত্রী। 'শুধু খুললেই হবে না, স্কুল চালাতে হবে। ভাগ করে স্কুলে আনা যায় কিনা তা নিয়ে আলোচনা হবে। ' মন্তব্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। 'বিমল গুরুঙ্গের সঙ্গে কোনও ভাবেই সমঝতা নয়।' মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে চড়া সুর বিনয় তামাংয়ের। 'রাজনৈতিক বা প্রশাসনিক কাজ এক সঙ্গে করব না। বিমল গুরুঙ্গ আইনের চোখে এখনও পলাতক। একজন অপরাধীর সঙ্গে কী ভাবে মঞ্চে থাকব'। নবান্নে আগামীকাল বৈঠকের আগে গুরুঙ্গকে আক্রমণে তামাং। 'পাহাড়ে আগুন লাগাতে চাইছে মুখ্যমন্ত্রী।' আক্রমণ বিজেপির। অবেশেষে শুরু হল দুর্গাপুর ব্যারাজের ভাঙা লকগেট মেরামতির কাজ। একসঙ্গে ছয় জেলার ডিএম বদলি। উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, নদিয়া, দার্জিলিঙের ডিএম বদলি। একসঙ্গে আমলা স্তরে ১১জনের বদলি। সঙ্গে দেখুন অন্যান্য খবর।
Continues below advertisement