Abhishek Banerjee's Meeting: 'বিজেপিতে নেতা কম, তাই আমাকে আক্রমণ করতে তৃণমূল থেকে নেতা নেওয়া হচ্ছে', নাম না করে শুভেন্দুকে তোপ অভিষেকের

Continues below advertisement
বিজেপি সভাপতি জেপি নাড্ডার সভার প্রায় দু'সপ্তাহ পর নিজের লোকসভা কেন্দ্রে ডায়মণ্ড হারবারে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাড্ডার সভার আগে কনভয় হামলার যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকে কটাক্ষ করেন তিনি। তাঁর মন্তব্য, 'বিজেপি সভাপতির জনসভায় কত লোক হয়েছিল, কেউ জানে না। কি জানে, ওর কনভয়ে হামলা হয়েছিল। আমি বলতে পারি ৫০০-র বেশি লোক হয়নি নাড্ডার সভায়। তিনি বলেন, 'যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। তাঁদের প্রতি যদি মানুষের ক্ষোভ থাকে তাহলে ভোটে জবাব দিন।' ইট মেরে নয় ইভিএমে জবাব দিন, আবেদন তৃণমূল সাংসদের। তিনি বলেন, 'বিজেপিতে নেতা কম পড়েছে, তাই তৃণমূল থেকে লোক নিয়ে গিয়ে আমার বিরুদ্ধে আক্রমণ চলছে।' 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram