Abhishek Banerjee at Kultuli: 'ঘুষখোর শুভেন্দু অধিকারী', কুলতলিতে আক্রমণ অভিষেকের, নাম না করে খোঁচা শোভনকেও

Continues below advertisement
তিনি এদিন ফের বহিরাগত প্রসঙ্গে কৈলাস বিজয়বর্গীয়কে কটাক্ষ করেন তিনি। তিনি সরাসরি প্রাক্তন পরিবহণমন্ত্রীকে তোপ দেগে বলেন, ঘুষখোর শুভেন্দু অধিকারী।' পাশাপাশি পরিবারতন্ত্র নিয়ে এদিন তিনি রাজনাথ সিংহ, কৈলাস বিজয়বর্গীয় আর শুভেন্দু অধিকারীকে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি নাম না করে শোভন চট্টোপাধ্যায়কে কটাক্ষ করেছেন।  এদিন কুলতলিতে জনসভা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভার শুরুতে বন্দে মাতরম স্লোগান তোলেন তিনি। তাঁর দাবি, 'যতই নাড়ো কলকাঠি, নবান্নে ফের হাওয়াই চটি। তিনি বলেন, '২০০৮ সালেই এই জেলা বাংলায় পরিবর্তন স্বাদ দিয়েছিল।' আবারও ক্ষমতায় আসবে মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেন তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, 'ভিক্টোরিয়ায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রীকে বলতে বাধা দেওয়া হয়েছে।' তিনি দক্ষিণ ২৪ পরগনায় ৩১-০ করার চ্যালেঞ্জ ছোড়েন বিজেপির প্রতি। তাঁর আরও দাবি, 'কুলতলিতে তৃণমূল প্রার্থী জিতবে। ৫০ হাজারের বেশি ভোটে জিতবে।' তাঁর চ্যালেঞ্জ, 'বাংলায় ভারতীয় জুমলা পার্টির সঙ্গে ১০ কোটি বঙ্গবাসীর লড়াই হবে।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram