Morning Headlines: আজ দেশজুড়ে Corona Vaccine-র ড্ৰাই রান, Junior Mridha খুনে আজ জুনিয়রের মা-বাবাকে তলব ও অন্য খবর দেখুন 'ফটাফট'-এ
Continues below advertisement
আজ দেশজুড়ে করোনা ভ্যাসকিনের (Corona Vaccine) ড্ৰাই রান (Dry Run)। আজই রাজ্যে আসছে ভ্যাকসিন, চিঠি দিয়ে জানাল কেন্দ্র। ভ্যাকসিন থাকবে বাগবাজারে স্বাস্থ্য দফতরের ভ্যাকসিন সেন্টারে। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৯২১, মৃত্যু হয়েছে ১৮ জনের। রাজ্যে মোট সংক্রমিত ৫ লক্ষ ৫৮ হাজার ১৭৩। মৃত বেড়ে ৯ হাজার ৮৮১। সুস্থতার হার ৯৬.৭১ শতাংশ। নেতাই কার? এই নিয়ে শহিদ দিবস পালন নিয়েও দড়ি টানাটানি। শুভেন্দুর (Suvendu Adhikari) শ্রদ্ধাজ্ঞাপনের কয়েক ঘণ্টা পরই অনুষ্ঠান ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির। শহিদ স্মরণসভা তৃণমূলেরও (TMC)। নেতাইয়ের সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ পার্থ চট্টোপাধ্যায়ের। পাল্টা কটাক্ষ শুভেন্দু অধিকারীর। সল্টলেকের অরণ্য ভবনে রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) সঙ্গে সাক্ষাৎ হাওড়ার প্রাক্তন মেয়রের। বনমন্ত্রী অসুস্থ, তাই দেখতে এসেছিলাম, সাক্ষাতের পর মন্তব্য রথীন চক্রবর্তীর। এবার বিস্ফোরক রুদ্রনীল ঘোষ। মন্ত্রিত্ব ও তৃণমূলের সাংগঠনিক দায়িত্ব ছেড়ে প্রথমবার মুখ খুললেন লক্ষ্মীরতন শুক্ল (Laxmi Ratan Shukla)। "আমি তো শুনছি Sourav Ganguly ও Laxmi Ratan Shukla একসঙ্গে নেট প্র্যাকটিস করবেন", মন্তব্য BJP নেতা Samik Bhattacharya-র। খড়গপুরে মদন মিত্রের নাম পোস্টার। আজ দুপুরে জুনিয়রের মা-বাবাকে তলব। প্রয়োজনে প্রিয়ঙ্কার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ। বাইডেনের (Joe Biden) শপথের আগে রণক্ষেত্র ওয়াশিংটন ডিসি। সংঘর্ষে অন্তত ৪ জনের মৃত্যু।
Continues below advertisement
Tags :
Fatafat Junior Mridha Dry Run Corona Vaccine WB Polls 2021 With ABP Ananda WB Elections 2021 TMC BJP WB Election 2021 West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda WB Elections Congress WB Polls Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Election Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Abhishek Banerjee Mamata Banerjee