কলকাতার পর এবার শিলিগুড়ির পুরসভাতেও বসবে প্রশাসকমণ্ডলী
Continues below advertisement
তৃণমূল পরিচারিত কলকাতা পুরসভার পর সিপিএম পরিচারিত শিলিগুড়ির পুরসভা। পুরভোটের মেয়াদ শেষ হবার পর সেখানেও বসেছে বোর্ড অফ এডমিস্ট্রেটরস। পুরো নগরউন্নয়ন দফতর সূত্রে খবর কলকাতা পুরসভার মতো পুরবোর্ডের মেয়াদ শেষে প্রশাসক বর্ডার চেয়ারম্যান হবে বিদায়ী মেয়র অশোক ভট্টাচার্য। ৭ই মে মেয়াদ ফুরোয় কলকাতা পুরসভার। সেখানে বোর্ড অফ এডমিনিস্ট্রেটরস বসে রাজ্য সরকার যার চেয়ারম্যান কলকাতা পুরসভার বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম।
Continues below advertisement
Tags :
Board Of Administrator Siliguri Municipal Corporation Ashok Bhattacharya Kolkata Municipal Corporation Siliguri Firhad Hakim Abp Ananda CPI(M) TMC