কালী পুজোর আগে লোকাল চালু হতে চওড়া হাসি ঢাকিদের মুখে, শিয়ালদা স্টেশন শোনা গেল ঢাকের বোল
Continues below advertisement
উৎসবের মরশুমে রোজগারের আশায় সারা বছরের অপেক্ষা। এবার করোনা আবহে ট্রেন বন্ধ থাকায় দুর্গাপুজোয় কলকাতায় যাওয়া হয়নি অধিকাংশ ঢাকির। কালী পুজোর আগে লোকাল ট্রেন চালু হওয়ায় তাঁদের মুখে হাসি। আজ কাটোয়া স্টেশনে ভিড় করেন ঢাকিরা। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ থেকে আসা ঢাকির দল ট্রেনে চড়ে রওনা দেন হাওড়া-শিয়ালদার উদ্দেশ্যে। কালী পুজোর আগে শিয়ালদা স্টেশনে চেনা ভিড় ঢাকিদের।
Continues below advertisement