কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে জয় শ্রীরাম স্লোগান, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, যদিও এর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ

Continues below advertisement
এবারে কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে জয় শ্রীরাম স্লোগান। কোচবিহারে এমজিএম মেডিক্যাল কলেজের উদ্বোধনের পর বামনপাড়ায় শিবযজ্ঞ মন্দিরের দিকে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন কয়েকজন। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। যদিও এর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
এর আগে আজ জলপাইগুড়ির সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভুল করলে সংশোধন করুন, ক্ষমা চাওয়া কোনও অপরাধ নয়। একসঙ্গে কাজ করুন। কে বড় দেখার দরকার নেই। মূল লক্ষ্য বিজেপিকে হটানো।’ 
‘বলছে ডিসেম্বরে মারবে, আমরা কি বসে থাকব?’ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হুঁশিয়ারির কড়া জবাব দেন তৃণমূল নেত্রী। 
‘বিজেপি হায়দরাবাদের একটা পার্টিকে এখানে ধরে এনেছে। ওরা ওই দলকে টাকা দেয়। বিজেপি হিন্দু ভোট নেবে, ওরা নেবে সংখ্যালঘু ভোট। আর আমি কি কাঁচাকলা খাব?’ নাম না করে মিম-বিজেপির আঁতাতের অভিযোগে সরব মমতা।
‘ভোট এলেই গোর্খাল্যান্ড ইস্যু তোলে বিজেপি। আমরাই পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান করতে পারি, ওরা নয়।’ জলপাইগুড়ির জনসভায় বলেন মমতা। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram