Al-Qaeda Militant Arrest: ধৃত সন্দেহভাজন আল কায়দা জঙ্গিদের সঙ্গে জামাত যোগ! এনআইএ-র নজরে সালাউদ্দিন!

Continues below advertisement

ধৃত সন্দেহভাজন আল কায়দা জঙ্গির সঙ্গে জামাত যোগ! এনআইএ-র নজরে খাগড়াগড় কাণ্ডের মূল চক্রী সালাউদ্দিন। বুদ্ধগয়া বিস্ফোরণেও অভিযুক্ত জেএমবি-র শীর্ষ নেতা সালাউদ্দিন। কওসরের গ্রেফতারির পর দুর্বল জেএমবি মডিউল। শক্তিবৃদ্ধির লক্ষ্যেই আল কায়দার সঙ্গে যোগাযোগ বলে এনআইএ সূত্রের খবর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram