‘জঙ্গিরা রাজনৈতিক মদতপুষ্ট কি না দেখা উচিত’, মন্তব্য সায়ন্তনের, ‘রাজ্য প্রশাসন কেন টের পাচ্ছে না?’, প্রতিক্রিয়া সুজন চক্রবর্তীর
Continues below advertisement
জঙ্গি সন্দেহে এনআইএ-র ৯ জনকে গ্রেফতারি প্রসঙ্গে বিজেপি নেতা সায়ন্তন বসু জানান, দিল্লি থেকে দল এসে গ্রেফতার করে নিয়ে চলে গেল, পুলিশ কী করল? পুলিশ অকর্মণ্য। জঙ্গিরা রাজনৈতিক মদত পাচ্ছে কি না তা দেখা উচিৎ, মন্তব্য বিজেপি নেতার। অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, খুব উদ্বেগের ঘটনা। জাত-ধর্ম নির্বিশেষে জঙ্গি অপরাধী। শাস্তি হওয়া উচিৎ। তাঁর প্রশ্ন, রাজ্য প্রশাসন কেন টের পাচ্ছে না?
Continues below advertisement
Tags :
NIA Arrests Sayantan Basu Sujan Chakraborty NIA Custody ABP Ananda LIVE Al-Qaeda NIA Abp Ananda Kerala West Bengal