আজও ভক্তদের ভিড় দক্ষিণেশ্বরে, মানা হচ্ছে করোনাবিধি
কালীপুজোর পরের দিনও দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের ভিড়। আজ বেলা পর্যন্ত অমাবস্যা থাকায় পুজো দিচ্ছেন ভক্তরা। দক্ষিণেশ্বর মন্দির ঘুরে দেখলেন এবিপি আনন্দর প্রতিনিধি। করোনাবিধি মানা হচ্ছে মন্দির চত্বরে। তবে ভিড় অন্যবারের তুলনায় কম।
Tags :
Dakshineswar Kali Temple. ABP Ananda Kalipuja 2020 Kali Puja 2020 Alok Ananda 2020 Diwali 2020 ABP Ananda LIVE