বেলা পর্যন্ত থাকছে অমাবস্যা, তারাপীঠে আজও পুজো দিতে ভক্তদের ভিড়
Continues below advertisement
আজ বেলা পর্যন্ত থাকছে অমাবস্যা। তারাপীঠে কালীপুজোর পরের দিনও পুজো দিতে ভক্তদের ভিড়। স্বাস্থ্য বিধি মেনেই মন্দিরে প্রবেশের অনুমতি। সকালে মঙ্গলারতি হয়। এরপর নিত্যদিনের মতোই ভোগ নিবেদন। মন্দিরের পাণ্ডারা আজ উদয়পুরে চলে যান। সেখানে গিয়ে পুজো দেন তাঁরা।
তারাপীঠে তারা মায়ের আরাধনা হয় তন্ত্রমতে। কথিত আছে, একবার দেবীর মাতৃরূপ দর্শন চান বশিষ্ঠ মুনি৷ দেবীও নিরাশ করেননি৷ মাতৃরূপে দর্শন দেন দেবী।এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন তারামায়ের ভক্ত বামাক্ষ্যাপা। ফলে এটি সিদ্ধ পীঠ হিসেবেও পরিচিত।
তারাপীঠে তারা মায়ের আরাধনা হয় তন্ত্রমতে। কথিত আছে, একবার দেবীর মাতৃরূপ দর্শন চান বশিষ্ঠ মুনি৷ দেবীও নিরাশ করেননি৷ মাতৃরূপে দর্শন দেন দেবী।এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন তারামায়ের ভক্ত বামাক্ষ্যাপা। ফলে এটি সিদ্ধ পীঠ হিসেবেও পরিচিত।
Continues below advertisement
Tags :
Kalipuja 2020 Kali Puja 2020 Alok Ananda 2020 Diwali 2020 ABP Ananda LIVE Tarapith Abp Ananda