কঙ্কালীতলায় কালীপুজোর বিশেষ আয়োজন, এবারও ভক্তদের ভিড়, করোনা বিধি মানতে ৪-৬ জনকে গর্ভগৃহে ঢোকার অনুমতি

Continues below advertisement
বীরভূমে কোপাই নদীর তীরে কঙ্কালীতলা মন্দির। সতীপীঠের অন্যতম এই স্থানে মায়ের কাঁকাল অর্থাৎ কোমরের হাড় পড়েছিল বলে কথিত রয়েছে। ৫১ পীঠের শেষ পীঠ কঙ্কালীতলা। এখানে একটি কুণ্ড রয়েছে। মায়ের স্নানজল হিসেবে ব্যবহার হয় এই কুণ্ডের জল। মন্দির লাগোয়া একটি শ্মশানও রয়েছে। এদিন অন্নভোগে মাকে দেওয়া হয় পুষ্পান্ন, ৫ রকমের ভাজা, ডাল, নিরামিষ তরকারি, চাটনি ও পায়েস। আজ দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে অন্যান্য বছরের মতো এবছরও কঙ্কালীতলায় ভক্তদের ভিড়। করোনা বিধি মানতে ৪-৬ জনকে গর্ভগৃহে ঢোকার অনুমতি। মন্দির চত্বরে বসানো হয়েছে স্যানিটাইজিং টানেল। সেখান দিয়ে প্রবেশের পর গর্ভগৃহে ঢুকতে হচ্ছে ভক্তদের। রাতে শ্যামা মায়ের বিশেষ পুজোর আয়োজন।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram