Amartya Sen Land Controversy: ''আমরা অমর্ত্যবাবুর থেকে কিছু আশা করি না, উনি যেন একটি গোষ্ঠীর মুখপাত্র না হন'', মুখ খুললেন দিলীপ

Continues below advertisement
শান্তিনিকেতনের অমর্ত্য সেনের বাড়ি বিতর্কে ইতিমধ্য়েই শুরু হয়েছে কেন্দ্র রাজ্য তরজা। মুখ খুলেছেন অমর্ত্য সেন। এবার অমর্ত্য সেনকে নিশানা করলেন দিলীপ ঘোষ। এই বিষয়ে বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, 'আমরা অমর্ত্যবাবুর থেকে কিছু আশা করি না। উনি যেন একটি গোষ্ঠীর মুখপাত্র না হন। কোনও পার্টির হয়ে কথা বলা উচিত না। তাহলে কি আমরা ভাবব, ভুল লোককে পুরস্কার দেওয়া হল? মানুষ তো ওঁর কাছ থেকে বুদ্ধি নেবে। উনি যদি এক অসফল মুখ্যমন্ত্রীর কথায় চলেন তখম স্বাভাবিকভাবে মানুষ তখন ভাববে। উনি তো কম্যুনিস্ট ভাবধারার মানুষ। তাঁরাই সবক্ষেত্রে রাজনীতি শুরু করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি শুরু করেছে। উনি আশপাশের লোকদের থেকে সাবধান হোন। অমর্ত্যবাবুর আশীর্বাদধন্য সরকার রাজ্যে হিংসা চালাচ্ছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram