Amartya Sen Land Controversy: 'অমর্ত্য সেনকে অপমান মানে রবীন্দ্রনাথকে অপমান', সরব ব্রাত্য বসু

Continues below advertisement
আমরা অমর্ত্য বাবুর থেকে কিছু আশা করি না। ও যেন কোনও গোষ্ঠীর হয়ে কথা না বলেন। শনিবার নোবেলজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে এভাবেই সরব হয়েছিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে পাল্টা জবাব দিতে এদিন সরব হয়েছিলেন মন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন,' অমর্ত্য সেনের অপরাধ বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে কথা বলেন। তাই তাঁকে হেনস্থা, মুখে কটু ভাষা বলছে। এখনও তাঁর বাড়ি প্রতীচী ভেঙে দিতে চাইছে। অর্থাৎ যেনতেন প্রকারে তাঁকে হেনস্থা করা হচ্ছে। কীভাবে তাঁকে জব্দ করা যায়। সেটা উঠেপড়ে লেগেছে বিজেপি।' এখন আমাদের মাথায় রাখতে হবে অমর্ত্য সেনকে অপমান করা মানে রবীন্দ্রনাথকে অপমান করা। এদিন জানান ব্রাত্য বসু।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram