Amartya Sen's Land Controversy: 'ভুল প্রমাণিত হলে কি বলা হবে জমি চোরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে?', Amarty Sen-র বাড়ির জমি বিতর্কে বেলাগাম Dilip Ghosh
অমর্ত্য সেনের বাড়ির জমি বিতর্ক ঘিরে রাজনৈতিক তরজা থামার কোনও লক্ষণ নেই। মুখ্যমন্ত্রীর বোলপুর থেকে এই নিয়ে মুখ খোলার পর বুধবার ফের নোবেলজয়ী অর্থনীতিবিদকে আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি। বলেন "ভুল প্রমাণিত হলে কি বলা হবে জমি চোরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে?" এই বিতর্কে অমর্ত্য সেনের পাশে থাকার বার্তা দিয়ে তাঁকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ জানিয়ে তাঁকে উত্তর দেন নোবেলজয়ী অর্থনীতিবিদও। মঙ্গলবার বোলপুর থেকে এনিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।
Tags :
Amartya Sens Land Controversy Amartya Sen Shantiniketan TMC BJP West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 Mamata Banerjee