Amit Shah Bengal Visit: শিব মন্দিরে দিলেন পুজো, বাউল বাড়ির উঠোনে বসে গান শুনলেন অমিত শাহ

Continues below advertisement
শান্তিনিকেতনে রতনপল্লিতে বাসুদেব দাস বাউলের বাড়িতে পৌঁছে শিব মন্দিরে পুজো দেনকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ দুপুরে এখানেই মধ্যাহ্নভোজ সারেন। নিজে হাতে রান্না করেছেন বাউল পরিবারের সদস্যরা। আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। মেনুতে থাকছে ভাত, মুগডাল, বেগুন ভাজা, পটল ভাজা, আলু পোস্ত, পালং শাকের তরকারি, পায়েস, চাটনি, মিষ্টি। বাসুদেব দাসের বাড়িতে অমিত শাহকে বাউল গান শোনালেন এক বাউল। কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ বলেন, ' আজ আমার জন্য এক সৌভাগ্যময় দিন। বিশ্বভারতীতে পৌঁছে সেই মহামানবকে শ্রদ্ধাঞ্জলী দেওয়ার সুযোগ মিলল আজ। সেই মহামানব দুনিয়াজুড়ে ভারতীয় জ্ঞান, দর্শন, কলা, সাহিত্যের ভিত্তি মজবুত করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর এমন এক ব্যক্তি ছিলেন যিনি সেই জমানায় থাকা রাষ্ট্রবাদের দুই ধারার প্রমুখ নেতা সুভাষ চন্দ্র বসু ও গাঁধীজিকে প্রেরণা জুগিয়েছেন। তিনি বিশ্বভারতী ও শান্তিনিকেতনের মাধ্যমে ভারতীয় সাহিত্য, ভাষা, দর্শন, কলা সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছেন। দুনিয়ার প্রচুর ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে ভারতের ভাষা, সাহিত্য, সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন ঘটিয়েছেন।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram