খোঁজও নেয়নি তৃণমূল, খেয়াল রেখেছেন 'দাদা', অমিত-স্তুতি শুভেন্দুর, ডিভোর্সের পর তো সবই খারাপ হয়, পাল্টা ফিরহাদের

Continues below advertisement
সবুজ ছেড়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এখন গেরুয়া। আর দল বদলের সঙ্গে সঙ্গে বদলে গেল সুরও। এক সময় যে অমিত শাহকে (Amit Shah)-কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতেন সেই অমিত শাহকেই দাদা বলে দরাজ সার্টিফিকেট দিলেন তিনি। তুলে আনলেন অমিত শাহের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা। শনিবার অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারী বিজেপি (BJP)-তে যোগ দেবেন বলে ঠিকই ছিল। সেই মতো সকাল সকালই শান্তিকুঞ্জর বাড়ি থেকে কালো স্করপিও চড়ে রওনা দেন তিনি। অমিত শাহ পৌঁছানোর আগেই তিনি পৌঁছে যান সভাস্থলে।
সভামঞ্চে দাঁড়িয়ে শুভেন্দুর আক্রমণ, খোঁজও নেয়নি তৃণমূল, খেয়াল রেখেছেন 'দাদা', অমিত-স্তুতি শুভেন্দুর, ডিভোর্সের পর তো সবই খারাপ হয়, পাল্টা ফিরহাদের। বিশ্বাসঘাতক, আদর্শহীন বলে চড়া সুরে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram