Amit Shah Bengal Visit: তৃণমূলের কর্মী ছিলাম তাই বলেছিলাম বিজেপি হঠাও, এবার বলব তোলাবাজ ভাইপো হঠাও, তৃণমূল কর্মীদের খোলাচিঠির পর সভামঞ্চে সোজাসাপটা বিজেপির শুভেন্দু

Continues below advertisement
শেষ অবধি শিবির বদল। শুভেন্দু অধিকারী যোগ দিলেন বিজেপিতে (BJP)। হাতে তুলে নিলেন গেরুয়া পতাকা। উচ্ছসিত বিজেপি। দুবারের সাংসদ, দুবারের বিধায়ক, তিন দফতরের মন্ত্রী, দীর্ঘদিনের কাউন্সিলর, দু দশক তৃণমূলে (TMC) কাটানোর পর বিজেপিতে যোগ দেওয়ার সময় তৃণমূল কর্মীদের খোলা চিঠি দিয়ে শুভেন্দু দাবি করলেন দশ বছর কেটে গেছে। কিন্তু এক দশক আগেও আমাদের ভাই-বোনেরা যে সমস্য়ার সম্মুখীন হতেন, আজও তাঁদের সেই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এক সময় যে দলের জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, সেই তৃণমূলের গভীরে আজ পচন ধরেছে। তাঁর চিঠির সমালোচনা করেছে তৃণমূল।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram