Amit Shah's Rally at Bolpur: 'এসব জনসভা-ফনসভা ছোট্ট জিনিস, বিশ্বভারতীয় উপাচার্য একজন পাগল', স্বমহিমায় অনুব্রত

Continues below advertisement
বোলপুরে অমিত শাহের রোড শোয়ের মধ্যে তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রায় অনুব্রত মণ্ডল। 'বাংলার গর্ব মমতা লেখা', পোস্টারে তৃণমূল কর্মী-সমর্থকদের জমায়েত। বোলপুরের কালিকাপুরে হয়েছে এই যাত্রা। এই যাত্রা প্রসঙ্গে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, 'আমি জনসভা করলে এই জেলার লোক আনি। আমাকে মুর্শিদাবাদ-আসানসোল থেকে লোক আনতে হয় না। এইসব জনসভা যা দেখাচ্ছে এগুলো আমার কাছে ছোট জিনিস। এরকম লক্ষ লক্ষ লোক করার ক্ষমতা আমার আছে। ৪ তারিখ আমার জনসভা আরম্ভ হবে। ব্লক অনুযায়ী ৮০ হাজার করে লোক আনব।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram