অমিত শাহের রাজ্যে আসার রাজনৈতিক তাৎপর্য নেই, দাবি সৌগত রায়ের

Continues below advertisement
কালই রাজ্যে আসছেন অমিত শাহ। থাকবেন রাজারহাটের একটি হোটেলে। বৃহস্পতিবার চপারে যাবেন বাঁকুড়া। সেখানে রবীন্দ্র ভবনে কর্মসূচি। কার্যকর্তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে ফিরবেন কলকাতায়। ৬ তারিখ সকালে দক্ষিণেশ্বর মন্দিরে যাবেন অমিত শাহ। এরপর পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে যাওয়ার কথা তাঁর। একটি উদ্বাস্তু পরিবারের বাড়িতে গিয়ে খাওয়াদাওয়া করারও কথা রয়েছে অমিত শাহর। শুক্রবার সল্টলেকের ইজেডসিসি-তে দলীয় কর্মসূচি। সাংগঠনিক বৈঠকের পাশাপাশি, দেখা করবেন সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদের সঙ্গে। ওইদিন রাতেই দিল্লি উড়ে যাওয়ার কথা অমিত শাহর। এদিন ইজেডসিসি-তে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন বিজেপির রাজ্য নেতারা।
এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায়ের দাবি, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসতেই পারেন। তবে এর কোনও রাজনৈতিক তাৎপর্য দেখছি না। দলকে ঠিক করার জন্যই বোধহয় ওঁর আসা প্রয়োজন। নির্বাচনে লড়াই করার মতো অবস্থায় নেই বিজেপি।’
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram