ঝড়ের দু'দিন পরও তাণ্ডবের ক্ষতচিহ্ন কলকাতার সর্বাঙ্গে
Continues below advertisement
উপপুনের ধ্বংসলীলার পর কাটতে চলল দুদিন। এখনও কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে তাণ্ডবের চিহ্ন। কোথাও এখনও রাস্তায় পড়ে আছে গাছ। শহরের একাংশ এখনও বিদ্যুৎহীন। ইন্টারনেট পরিষেবাও ক্ষতিগ্রস্ত। টেলি-যোগাযোগ বিচ্ছিন্ন শহরের একাংশে। জল সরবরাহ ব্যবস্থা এখনও ক্ষতিগ্রস্ত। তারই মধ্যে পুরসভা শুরু করেছে রাস্তাগুলি পরিস্কারের কাজ।
Continues below advertisement
Tags :
Cyclone Amphan Effects In Kolkata Amphan Effects Cyclone Amphan Effects Cyclone Effects Amphan Devastation Cyclone Amphan Devastation Abp Ananda