মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাত, চেন্নাই, দিল্লি থেকে আসলেই বাধ্যতামূলক কোয়ারেন্টিন: মুখ্যমন্ত্রী
Continues below advertisement
জেলাশাসকদের টাস্কফোর্স তৈরির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। টাস্ক ফোর্সে বিডিও, আইসি, বিধায়করা থাকবেন। টাস্ক ফোর্সের সদস্যরা প্রতিদিন পর্যবেক্ষণ করবেন। ভিন রাজ্য থেকে যারা আসবেন তাঁদের ক্ষেত্রে পদক্ষেপ করা হবে। রাজ্যে ইতিমধ্যেই প্রায় ৫ লক্ষ মানুষ চলে এসেছে।
Continues below advertisement
Tags :
West Bengal Cyclone West Bengal Cyclone Amphan Amphan Effect In Bengal Migrant Workers Cyclone Amphan Abp Ananda Nabanna Mamata Banerjee