বইতে শুরু করেছে ঝড়, কী প্রস্ততি বিপর্যয় মোকাবিলা বাহিনীর?
Continues below advertisement
ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় উমপুন। প্রবল শক্তি সঞ্চয় করে ধেয়ে আসার পর আজ বিকেলে সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার বেগে দিঘা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝে আছড়ে পড়ার সম্ভাবনা। আছড়ে পড়ার পর কলকাতা ঘেঁষে বেরিয়ে যাবে ঘূর্ণিঝড়। এ রাজ্যে সুন্দরবনের ওপর দিয়ে বয়ে যাওয়ার কথা উমপুনের। ফলে আয়লার পর ফের একবার সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। উমপুনের প্রভাবে কলকাতায় প্রবল বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা, হাওড়া, হুগলি পশ্চিম মেদিনীপুর, এই চার জেলায় ঘণ্টায় ১১০-১৩০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝড়। সামুদ্রিক জলোচ্ছ্বাসের ফলে দুই ২৪ পরগনার উপকূলে ঢেউয়ের উচ্চতা হতে পারে সর্বোচ্চ ১৫ ফুটের বেশি। পূর্ব মেদিনীপুর উপকূলে ঢেউয়ের সর্বোচ্চ উচ্চতা হতে পারে ১২ ফুট।
Continues below advertisement
Tags :
NDRF DG ABP Ananda News Weather Report West Bengal Amphan News Cyclone Amphan Updates ABP Live Amphan Updates Cyclone Amphan Abp Ananda