আনন্দ লাইভ: 'তোমরা আবার কী করবে?', বাজেটে সড়ক নির্মাণে বরাদ্দ নিয়ে সরব মমতা, 'বাজেটের লক্ষ্য বেসরকারিকরণ', খোঁচা অধীরের

Continues below advertisement
কেন্দ্রীয় বাজেটে কতটা ভরল বাংলার ঝুলি? কতটা প্রাপ্তি হল ভোটমুখী বাংলার? সড়ক নির্মাণ আর ফ্রেট করিডর ছাড়া আর কী এল? দেখুন। এই প্রসঙ্গে কেন্দ্রকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, 'তোমরা আবার কী করবে? আমরা তো করে দিয়েছি। নতুন করে আর শিলিগুড়িতে কী করবে?' উত্তরবঙ্গের জন্য কী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? পাল্টা আক্রমণ দিলীপ ঘোষের। এদিকে, কংগ্রেস সাংসদ তথা দলের সংসদীয় নেতা অধীর চৌধুরী বলেন, 'পরিচিতি অসাধারণ কিন্তু বাজেটের মূল লক্ষ্য সাধারণ। আর বেসরকারিকরণ।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram