আনন্দ লাইভ: রাতে সৌরভের পাশে ডোনা-সানা, 'ভাইপোর পুলিশ ফোন ট্যাপ করছে', সরব শুভেন্দু

Continues below advertisement
জিম করার সময় হঠাৎ ব্ল্যাকআউট। হাসপাতালে ভর্তি হন সৌরভ গঙ্গোপাধ্যায়। উডল্যান্ডস হাসপাতালে করা হয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টি। মাইল্ড হার্ট অ্যাটাক সৌরভের। স্টেন্ট বসানোর পর এখন বিপন্মুক্ত বিসিসিআই সভাপতি। জানিয়েছেন চিকিৎসকরা। আপাতত প্রয়োজন নেই বাইপাস সার্জারির। এমনটাই খবর হাসপাতাল সূত্রের। তাঁর ঘুম যাতে ভাল হয় তাই হালকা ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। সিএবি'র পক্ষ থেকে তাঁর রুমে এয়ার পিউরিফায়ার বসানো চলছে। রাতে থাকছেন তাঁর স্ত্রী-কন্যা। প্রায় ৪৮ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। এদিকে, আসতে চলেছে করোনার টিকা। ড্রাই রান চলছে। এদিন গোটা দেশের সঙ্গে রাজ্যের তিনটি স্বাস্থ্যকেন্দ্রে চলল ড্রাই রান। ২৫ জন স্বাস্থ্যকর্মী যাবতীয় নিরাপত্তা বিধি মেনে চালায় এই মহড়া। এদিন হলদিয়ায় ফের তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। ভাইপোর পুলিশ ফোন ট্যাপ করছে বলে অভিযোগ করেন তিনি। মেদিনীপুর থেকে তৃণমূলকে উপড়ে ফেলব হুঙ্কার দিলেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram