আনন্দ লাইভ: রাজ্যপালের অপসারণের দাবিতে রাষ্ট্রপতির কাছে ছ’পাতার স্মারকলিপি পেশ তৃণমূলের সংসদীয় দলের

Continues below advertisement
রাজ্যপালের অপসারণের দাবিতে রাষ্ট্রপতির কাছে ছ’পাতার স্মারকলিপি পেশ তৃণমূলের সংসদীয় দলের। জগদীপ ধনকড় সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয়েছে স্মারকলিপিতে। রাজ্যপালের পাশে দাঁড়িয়ে বিজেপির পাল্টা দাবি, জগদীপ ধনকড় কোনও ভুল করেননি।
মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সভায় যাওয়ার পথে হামলায় আহত বিজেপি কর্মীদের হাসপাতালে দেখতে গেলেন শুভেন্দু অধিকারী। বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে তাঁর অভিযোগ এফআইআরে নাম না থাকা ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ফের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে তৃণমূল।
কলকাতা ফেরার পথে শান্তিনিকেতনের আদিবাসী গ্রামে আচমকা পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। হাত লাগালেন রান্নায়। শুনলেন অভাব-অভিযোগ। নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করলেন কৈলাস বিজয়বর্গীয়।
মালদার চাঁচোলে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।  গতকাল সন্ধেয় ওই ঘটনা ঘটে।  বিজেপির অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, গ্রাম্য বিবাদের জেরে ওই ঘটনা ঘটেছে।
বাগদায় জমি বিবাদকে কেন্দ্র করে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধেই বাড়ি ও পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ তুললেন এক তৃণমূল কর্মী। পরস্পর পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন দুই পক্ষ।
কোচবিহারের তুফানগঞ্জে পঞ্চায়েতে টেন্ডার ডাকা নিয়ে প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। প্রধানকে আটকে রাখার অভিযোগ উঠল অঞ্চল সভাপতি ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি।
পুরুলিয়ার সরকারি হোমে ২ নাবালিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগ। জেলা আদলতের বিচারকের নির্দেশে তদন্ত শুরু। ঘটনার প্রতিবাদে সদর থানার সামনে বিক্ষোভ বিজেপির। তুঙ্গে তৃণমূল-বিজেপি চাপানউতোর।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে শাসকদলের নেতার নামে জব কার্ড থাকার অভিযোগ। ঘটনায় বিজেপির পাশাপাশি দলের কর্মীদেরও জড়িত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন অভিযুক্ত নেতা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে কটাক্ষ করেছে বিজেপি।
বর্ষবরণের উৎসবে রাশ টেনেছে হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনে এগোচ্ছে কলকাতা পুলিশ। ভিড় নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব বজায় রাখতে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে লালবাজার। ভিড় এড়াতে রাজ্যগুলিকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram