Ananda Sakal I: কর্ণাটকের শিবমোগায় ডিনামাইট বিস্ফোরণে মৃত ১০, কোচবিহারে বিজেপি পার্টি অফিসে 'হামলা'

Continues below advertisement
বিজেপির (BJP) আদি বনাম নব্যের লড়াইয়ে রণক্ষেত্র বর্ধমান। পুরনো বিজেপি কর্মীদের দাবি, নতুনদের দাপটে হালে পানি পাচ্ছেন না তাঁরা। আর এই নিয়ে অসন্তোষ জানাতে গিয়েই তুলকালাম। পার্টি অফিস লক্ষ্য করে ইটবৃষ্টি, আগুন লাগিয়ে দেওয়া হল সামনে দাঁড়িয়ে থাকা দু’টি গাড়িতে।

অন্যদিকে কর্ণাটকের শিবমোগায় (Shivamogga) বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১০ জনের। গতকাল রাত ১০টা বেজে ২০ মিনিটে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়।

এদিকে ফের অশান্ত কোচবিহারের দিনহাটা। বিজেপির পার্টি অফিস ভাঙচুর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি কলকাতায় পারদ নামল আরও খানিকটা। আগামী ২৪ ঘণ্টায় আরও নামবে তাপমাত্রা। অবাধ উত্তুরে হাওয়ায় জমিয়ে উইক এন্ড। রাজ্যজুড়ে শীতের আমেজ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। ফের রবিবার থেকে ঊর্দ্ধমুখী হবে তাপমাত্রা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram