আনন্দ সকাল (১): মান্থলি পাস নবীকরণে বিপত্তি! বিভিন্ন স্টেশন থেকে পরিষেবা শুরুর চূড়ান্ত প্রস্তুতি

Continues below advertisement

বুধবার থেকে রাজ্যে গড়াবে লোকাল ট্রেনের চাকা। তার আগে সমস্ত স্টেশনেই তুঙ্গে প্রস্তুতি। ট্রেনের কামরা স্যানিটাইজ করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। করোনা আবহে ভিড় এড়াতে রেলের টাইম টেবিলেও আনা হচ্ছে পরিবর্তন। রবিবার রাজ্যবাসীর উদ্দেশে লোকাল ট্রেন চালানো নিয়ে ট্যুইট করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। ট্যুইটে তিনি লেখেন, "১১ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গবাসীর সুবিধার্থে শহরতলিতে ৬৫৬টি লোকাল ট্রেন চালাবে রেল। যাবতীয় সুরক্ষাবিধি মেনেই ট্রেন চালানো হবে।  আশা রাখছি, যাত্রীদের তরফ থেকে সমস্ত রকম সহায়তা পাবে রেল, যাতে সবার যাত্রা সুখকর হয়।" অমিত শাহ দুদিনের সফরে এসেছিলেন বাংলায়। তিনি ফিরে যাওয়ার পরই দিল্লিতে ডাক পড়ল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। জে পি নাড্ডার ডাকে সাংগঠনিক বৈঠক করতেই দিল্লি গেছেন তিনি। থাকবেন অমিতাভ চক্রবর্তী, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেননরাও। তলব করা হয়েছে সর্বভারতীয় সভাপতি মুকুল রায়কেও। অন্যদিকে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ কোটি ছাড়াল।  পাশাপাশি, দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও বাড়ল আক্রান্তের সংখ্যা। কমল দৈনিক সুস্থতার সংখ্যাও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram