'না ফোন, না আমন্ত্রণ, কিছুই জানানো হয়নি আমাকে, এটা বিজেপির অনুষ্ঠান'...Visva Bharati র শতবর্ষের অনুষ্ঠান নিয়ে সরব মমতা
Continues below advertisement
"তৃণমূল বিশ্বভারতীকে ভাঙিয়েও খেয়েছে। সেখানে তাদের নেতারা গিয়ে দাদাগিরি করছেন, লুঠপাট করছেন। এমনকি দেওয়াল ভেঙে নিয়ে দেওয়াল ভাঙার চেষ্টা করছেন। যা কিছু অনৈতিক কাজ চলছে, তার পিছনে রয়েছেন তৃণমূলের নেতারা। এটা মানুষও বুঝতে পেরেছে। এতদিন কেউ বলত না, কিন্তু এখন যখন আমরা সব প্রকাশ করছি, তখন তৃণমূলের অসুবিধা হচ্ছে," আক্রমণ দিলীপ ঘোষের। অন্যদিকে কবিগুরুর পরমযত্নে লালিত অঙ্কুর আজ পরিণত হয়েছে বটবৃক্ষে। সারা বিশ্ব যাকে চেনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে। বৃহস্পতিবার এই ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান পা দিল ১০০ বছরে। কিন্তু সেই অনুষ্ঠানেও ঢুকে পড়ল রাজনীতি। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ ঘিরে মাথাচাড়া দিল বিতর্ক। বৃহস্পতিবারের অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কিন্তু মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিশ্বভারতীর অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণই জানানো হয়নি। যদিও এই অভিযোগ মানতে নারাজ রাজ্যপাল।
Continues below advertisement
Tags :
Ananda Sakal Visva Bharati University Jagdeep Dhankar Christmas 2020 WB Polls 2021 With ABP Ananda BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda WB Elections 2021 WB Election 2021 TMC WB Elections WB Election Bengal Polls WB Polls 2021 West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls Dilip Ghosh Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee