আনন্দপুর: অধরা অভিযুক্ত! ‘তদন্তকারীরা কথা বলেননি’, দাবি আক্রান্ত প্রতিবাদী মহিলার পরিবারের
দুদিন পেরিয়ে গেলেও আনন্দপুর কাণ্ডে এখনও অধরা অভিযুক্ত। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। তদন্তকারীরা এখনও তাঁদের সঙ্গে কথা বলেননি বলে দাবি গাড়ির ধাক্কায় আহত মহিলার পরিবারের। এটা কি গড়িমসি নয়? প্রশ্ন তুলছে ওয়াকিবহল মহল।
Tags :
Protester Lady Injured Anandapur Incident Molestation In Anandapur Anandapur ABP Ananda LIVE Abp Ananda