সারদা-নারদাতে জড়িতরা যাচ্ছে BJP-তে: Kalyan Banerjee, 'বিজেপিকে উস্কানি দিচ্ছেন', পাল্টা Aparupa Poddar

Continues below advertisement
সারদা-নারদাতে যাঁদের নাম ছিল তাঁরাই যাচ্ছেন BJP-তে। কল্যাণের এই মন্তব্যের প্রেক্ষিতে এবার মুখ খুললেন অপরূপা পোদ্দার। Kalyan Banerjee বলেন, 'আমরা চাই যত কালো রক্ত আছে, সব BJP-তে যোগদান করুক।' এই নিয়ে অপরূপা পোদ্দার বলেন, 'উনি একজন সিনিয়র নেতা। এই ধরনের কথা কেন বলছেন? সুপ্রিমকোর্ট কি কোথাও বলেছে যে যাঁরা সারদা-নারদায় আছে তাঁরা কালপ্রিট। এই ধরনের ভুল তথ্য পরিবেশন করে মানুষের মনে ভুল বার্তা পৌঁছে দিচ্ছেন। BJP-কে উস্কানি দেওয়ার মতো মন্তব্য করছেন উনি। ব্যক্তিগত আক্রমণ ঠিক না। ব্যক্তির থেকে দল বড়। এতে দলের ক্ষতি হচ্ছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram