সারদা-নারদাতে জড়িতরা যাচ্ছে BJP-তে: Kalyan Banerjee, 'বিজেপিকে উস্কানি দিচ্ছেন', পাল্টা Aparupa Poddar
Continues below advertisement
সারদা-নারদাতে যাঁদের নাম ছিল তাঁরাই যাচ্ছেন BJP-তে। কল্যাণের এই মন্তব্যের প্রেক্ষিতে এবার মুখ খুললেন অপরূপা পোদ্দার। Kalyan Banerjee বলেন, 'আমরা চাই যত কালো রক্ত আছে, সব BJP-তে যোগদান করুক।' এই নিয়ে অপরূপা পোদ্দার বলেন, 'উনি একজন সিনিয়র নেতা। এই ধরনের কথা কেন বলছেন? সুপ্রিমকোর্ট কি কোথাও বলেছে যে যাঁরা সারদা-নারদায় আছে তাঁরা কালপ্রিট। এই ধরনের ভুল তথ্য পরিবেশন করে মানুষের মনে ভুল বার্তা পৌঁছে দিচ্ছেন। BJP-কে উস্কানি দেওয়ার মতো মন্তব্য করছেন উনি। ব্যক্তিগত আক্রমণ ঠিক না। ব্যক্তির থেকে দল বড়। এতে দলের ক্ষতি হচ্ছে।
Continues below advertisement
Tags :
Aparupa Poddar Kalyan Banerjee Khobor Bangla Live News Bangla Khabar Bangla News Bengali News Bengali News Live Bangla News Live Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Abp Ananda