Assembly State Budget: 'শহরজুড়ে আরও স্কাইওয়াক-উড়ালপুল, আগামী ৫ বছরের মধ্যে ৪৬ হাজার কিমি নতুন গ্রামীণ রাস্তা', বাজেটে ঘোষণা মমতার

Continues below advertisement
আজ বিধানসভায় অন্তর্বতী বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, "জুন, ২০২১-র পরেও চালু থাকবে বিনামূল্যে রেশন ব্যবস্থা। স্বাস্থ্য সাথী কার্ড প্রতি ৩ বছরে নবিকরণ করা যাবে। প্রতি প্রকল্পেই ব্যয় বরাদ্দ করা হয়েছে, শুধুই প্রতিশ্রুতি নয়। বছরে ২ বার 'পাড়ায় পাড়ায় সমাধান' ও 'দুয়ারে সরকার'। প্রতি বছর পার্শ্ব শিক্ষকদের ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধিকে ১০০ কোটি বরাদ্দ। গ্রামে গ্রামে ৪৬ হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরি হবে। আগামী ৫ বছরের মধ্যে ৪৬ হাজার কিমি নতুন গ্রামীণ রাস্তা তৈরি হবে। রাজ্য সড়কের সঙ্গে যুক্ত করা হবে গ্রামীণ রাস্তা। কলকাতা থেকে বাসন্তী ৪ লেনের রাস্তা। টালা থেকে ডানলপ ৬ লেনের উড়ালপুল। উল্টোডাঙা-বাঙুরের সংযোগকারী ৩ কিমি রাস্তা তৈরি হবে। রুবি থেকে কালিকাপুর, বালিগঞ্জে পথচারীদের জন্য স্কাইওয়াক। মা উড়ালপুল থেকে গুরুসদয় দত্ত রোড পর্যন্ত উড়ালপুল। গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত উড়ালুপুল তৈরি হবে। পার্ক সার্কাসে পথচারীদের জন্য স্কাইওয়াক। বাইপাস থেকে নিউটাউন পর্যন্ত উড়ালপুল তৈরি হবে। উল্টোডাঙা-পোস্তা, পাইকপাড়া শিয়ালদা পর্যন্ত উড়ালপুল তৈরি হবে। আগামী দিনে পথচলা হবে আরও মসৃণ। আগামী দিনে সরকারও হবে আরও মসৃণ। ৬০ বছরের ঊর্ধ্বদের জন্য পেনশনে ১ হাজার কোটি বরাদ্দ। পর্যটন শিল্পকে উৎসাহ দিতে ইনসেনটিভ স্কিম।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram