Assembly State Budget: 'ষাটোর্ধ্ব নাগরিক ও ১৮ বছরের ওপর বিধবাদের পেনশন', বাজেটে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Continues below advertisement
এদিন ২০২১-২২ অর্থবর্ষের জন্য অন্তর্বর্তী বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অর্থমন্ত্রীর বদলে তাঁকে বক্তৃতা দিতে অনুমতি দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। তার আগে এদিন বাজেট বক্তৃতার জন্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর নাম প্রস্তাব করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এদিন তিনি ঘোষণা করেন, '৬০ বছর বেশি সব মানুষকে আর ১৮ বছরের ওপর সব বিধবাকে পেনশন। সব ধর্ম, সব বর্ণ এই ঘোষণার আওতায়। এই খাতে ১ হাজার কোটি টাকা ব্যয় বরাদ্দের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিকে, এদিন বাজেট বক্তৃতার শুরুতে বিধানসভায় হল্লা শুরু করেন বিজেপি বিধায়করা। তাঁরা জানতে চান, 'মুখ্যমন্ত্রী কেন বাজেট পড়বেন?' এই প্রশ্নের জবাবে বিজেপি কর্মীদের ধমকের সুরে কক্ষ ছাড়তে নির্দেশ দেন অধ্যক্ষ। তাঁর মন্তব্য, 'আপনারা আইন জানেন না। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে বাজেট পড়তে অনুমতি দিয়েছে।' তারপরেও চলতে থাকে হল্লা। বিজেপি বিধায়কদের প্রতি কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন অধ্যক্ষ। তাতেও কমেনি হট্টগোল। বিরোধী বেঞ্চ থেকে বন্দে মাতরম, জয় শ্রী রাম স্লোগান ওঠে। কয়েকজনকে 'এই গরু চোর' বলেও কটাক্ষ করতে দেখা গিয়েছে। আর এই ঘটনার তীব্র নিন্দা করেন অধ্যক্ষ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram