“পুজোর মধ্যেও চলেছে খুনখারাপি, হয় সরকার ইচ্ছাকৃত করছে, নয়ত নিয়ন্ত্রণের অভাব”, বাগনান বিজেপি কর্মীর মৃত্যু প্রসঙ্গে মন্তব্য দিলীপের
Continues below advertisement
দলীয় নেতাকে খুনের অভিযোগে ১২ ঘণ্টার বাগনান বনধের ডাক বিজেপির। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাগনানে মোতায়েন র্যাফ, জলকামান। রয়েছেন হাওড়া গ্রামীণের পদস্থ পুলিশকর্তারা। অধিকাংশ দোকান এদিন খোলেনি। তবে ৬ নম্বর জাতীয় সড়কে স্বাভাবিক রয়েছে যান চলাচল। অন্যদিকে পথে নেমেছে তৃণমূলও। বাগনান স্টেশন রোডে বহিরাগতদের চেক করে তবেই ঢুকতে দেওয়া হয়েছে। বনধ ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বাগনানে। বিজেপি নেতার মৃত্যু প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, “আমার মনে হয় সরকার হয় এই খুন খারাপি ইচ্ছে করে করছে, না হলে সরকারের প্রশাসনের ওপর কোনও নিয়ন্ত্রণ নেই।“ পাল্টা তৃণমূলের দাবি, এই ঘটনায় রাজনৈতিক কোনও যোগ নেই, এটা পারিবারিক ঘটনার জের।
Continues below advertisement
Tags :
Bandh In Bagnan Police Deployed BJP Leader Death RAF Bagnan ABP Ananda LIVE Howrah Abp Ananda Dilip Ghosh