ফিক্সড ডিপোজিটে সুদ কমাল এসবিআই
অর্থনীতিতে করোনার ধাক্কা কাটিয়ে ওঠার আগে ফের মেয়াদি আমানতের সুদ কমাল এসবিআই । তবে সামান্য স্বস্তি দিয়ে কমছে বাড়ি ও গাড়ি ঋণের সুদের হার । প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুদের হারের ঘোষণা এসবিআইয়ের। এই প্রকল্পের নাম এসবিআই 'উই কেয়ার ডিপোজিট'। বাড়তি ৩০ বেসিস পয়েন্টের সুবিধা পেতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে নাম লেখাতে হবে।
Tags :
FD Interest Reduces Senior Citizens Fixed Deposit State Bank Of India SBI Abp Ananda Lockdown