ব্যাঙ্ক প্রতারণার ফাঁদে রাজ্য সরকারি কর্মী! রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা ‘লোপাট’
Continues below advertisement
ব্যাঙ্ক প্রতারণার ফাঁদে রাজ্য সরকারি কর্মী। ম্যানেজার পরিচয়ে মোবাইল ফোনে তথ্য হাতিয়ে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে কয়েকলক্ষ টাকা লোপাট করার অভিযোগ। অভিযোগকারিণী গার্গী সাহা রাজ্য সরকারের নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতরে কর্মরত। বাড়ি বেহালা ঠাকুরপুকুরের কাছে দক্ষিণ পাড়া এলাকায়। অভিযোগ, শুক্রবার সকালে মোবাইলে ফোন করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার পরিচয় দিয়ে ওই সরকারি কর্মীর দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কার্ডের তথ্য জানতে চাওয়া হয়। মোবাইল ফোনে আসা ওটিপিও জেনে নেয় ওই ব্যক্তি। এরপরই দুটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ৬ দফায় ১ লক্ষ ৪২ হাজার ৭২১ টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। ই মেল মারফত লালবাজারের সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন রাজ্য সরকারি কর্মী। ব্যাঙ্ক কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Continues below advertisement
Tags :
State Govt Employee ABP News Live Bengali Bank Fraud Case Bank Fraud ABP Ananda LIVE Thakurpukur Behala Abp Ananda