বেলুড়ে বাজি-অভিযানে আক্রান্ত পুলিশ, জখম ৭, গ্রেফতার ৫
বেলুড়ের বহুতল আবাসনে বাজি অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ। জখম ৭। ঘটনায় গ্রেফতার ৫। পুলিশ সূত্রে খবর, আদালতের নির্দেশ উপেক্ষা করে বেলুড়ের ওই আবাসনে বাজি ফাটানোর কথা জানতে পেরে গতকাল রাত ৯টা নাগাদ হানা দেয় বালি থানার পুলিশ। বাজি বাজেয়াপ্ত করার পর, কয়েকজনকে আটক করা হয়। অভিযোগ, সেইসময় পুলিশ কর্মীদের উপর চড়াও হন আবাসনের কয়েকজন বাসিন্দা। পুলিশ কর্মীদের মারধরও করা হয়। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে আক্রান্ত পুলিশ কর্মীদের উদ্ধার করে। ২ জন পুলিশ কর্মীর আঘাত গুরুতর। তাঁরা হাসপাতালে চিকিত্সাধীন। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
Tags :
Ban On Firecrackers Police Attacked Firecrackers Happy Diwali Happy Diwali 2020 Diwali 2020 ABP Ananda LIVE Diwali Arrest Abp Ananda Belur