Bengal Governor on Good Governance: 'সরকারি কর্মীরা কখনই রাজনৈতিক কর্মী হতে পারবেন না', ফের বিস্ফোরক জগদীপ ধনকড়

Continues below advertisement
এদিন রাজ ভবনে অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী উদযাপনে ফের প্রশাসনিক কর্মদক্ষতা নিয়ে মমতা সরকারকে খোঁচা দেন রাজ্যপাল। তিনি বলেন, 'ভালো প্রশাসনের মন্ত্র মিনিমাম গভর্নমেন্ট, মাক্সিমাম গভর্নেস। এটা ভালো প্রশাসনের একটা বড় সম্পদ। সরকারিতন্ত্রের কম অংশিদারিত্ব হোক, জনকল্যাণ বেশি হোক।' আজকের দিনে সরকারে বসে থাকা মানুষদের প্রতি আমার অনুরোধ, 'আজ গুড গভর্নেস ডে, সরকারি কর্মীরা, সরকারি কাজ করবে। জনতার সেবকরা কখনও রাজনৈতিক কর্মী হতে পারবে না। জনতার সেবক, রাজনৈতিক কর্মী হলে ভালো প্রশাসনের যে তত্ত্ব, তাতে কুঠারাঘাত হবে। এভাবেও সরব হয়েছিলেন রাজ্যপাল। ২০২১ খুব চ্যালেঞ্জিং, ভালো প্রশাসনের উদাহরণ খাড়া করতে আমাদের বাংলার চিত্র বদলাতে হবে। আমরা দেখেছি, বাংলায় নির্বাচন হলে, বাইরে ভুল বার্তা যায়। কটাক্ষের সুরে জানান রাজ্যপাল।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram