Bharat Bandh Nov 26: বনধে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বিক্ষোভ-অবরোধ, রইল একঝলকে পুরো রাজ্যের বনধ-চিত্র

Continues below advertisement
আজ দেশজুড়ে ধর্মঘট পালন করেন ১৬টি বাম শ্রমিক সংগঠন। যার জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যায় বিক্ষোভ-অবরোধের ছবি। জলপাইগুড়িতে (Jalpaiguri)প্রভাব পড়ে বনধের। সকাল থেকেই বন্ধ ছিল দোকানপাট। টোটো আটকানোর চেষ্টা হয়। হাতে গোনা সরকারি বাস চলাচল করছে। নিউটাউনে (New Town) জোর করে দোকান বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন বিক্ষোভ সমর্থনকারীরা। ধর্মঘটকে কেন্দ্র করে লেনিন সরণিতে (Lenin Sarani) ধুন্ধুমার বাঁধে। জোর করে দোকান বন্ধের চেষ্টা করেন ধর্মঘটীরা। রাজাবাজারে পুলিশের সঙ্গে বচসার জড়িয়ে পড়েন বনধ সমর্থকারীরা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram